প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৪২ সালের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত। ১-১-১৯৬৬ সালে ৯ ম শ্রেণির মানবিক শাখায় শিক্ষার্থী ভর্তির অনুমতি পায়। ১-১-১৯৬৭ সালে প্রথম স্বীকৃতি পায়। ১-১-১৯৬৯ তারিখে বানিজ্য শাখা( বর্তমান ব্যবসায় শিক্ষা শাখা) & ১-১-১৯৭৪ সালে বিজ্ঞান শাখা ও ১-১- ২০০৯ সালে কৃষি শিক্ষা বিষয় এবং ১-১-২০১০ গ্রন্থাগার অনুমোদন হয়।

বিদ্যালটিতে পরিপাটি বিজ্ঞানাগার, সমৃদ্ধ সহ সহশিক্ষাক্রমিক কার্যক্রম চালু এবং সক্রিয় থাকার পাশাপাশি স্কাউটিং, গার্লস গাইড এবং খেলাধুলায় ধারাবাহিক ভাবে বিদ্যালয়র সুনাম অক্ষুন্ন এবং অব্যাহত রেখেছে। শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস । ।