প্রধান শিক্ষকের বাণী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও যশোর শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। বিংশ শতাব্দির ২য় দশকের মধ্যভাগে ১৯১৫ খ্রিষ্টাব্দে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব বিশ্বেশ্বর বিশ্বাস এর আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। পরবর্তীতে ২৭ জুলাই ১৯৩২ খ্রিঃ তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত হয়ে অদ্যবধি সুনামের সাথে খাজা খানজাহান আলী পূণ্য ভুমি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলাধীন সাধারণ মানুষের অন্যতম শিক্ষাঙ্গন হিসাবে চলমান আছে। প্রতিষ্ঠালগ্নে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মাখন লাল দাসগুপ্ত।

আগামীতেও এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।

প্রধান শিক্ষক